হাওজা নিউজ এজেন্সি: এক সাক্ষাৎকারে মের্শাইমার বলেন, ট্রাম্প প্রতিনিয়ত নিজের অবস্থান বদলান এবং অনেক সময় স্ববিরোধী বক্তব্য দেন। তাই তাঁর হুমকিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়।
তিনি জানান, ইসরাইল ও আমেরিকার দৃষ্টিকোণ থেকে মূলত দুটি পথ খোলা—হয় চুক্তি, নয়তো বোমা হামলা। তবে ইরানের উপর হামলা চালানো হলে তা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। তাই তাঁর মতে, ট্রাম্পের উচিত একটি নতুন পরমাণু চুক্তির চেষ্টা করা।
মের্শাইমার বলেন, ট্রাম্প হয়তো ২০১৫ সালের জেসিপিওএ সমঝোতার মতো একটি চুক্তিতে পৌঁছাতে চাইবেন, তবে তাতে অতিরিক্ত কিছু শর্ত সংযোজন করতে পারেন।
আপনার কমেন্ট